বড়বিল ইউনিয়নের প্রায় ৫টি বড় বড় মজা পুকুর রয়েছে এজন্য এই ইউনিয়নের নাম করন করা হয় বড়বিল।
বড়বিল মন্থনা হাট হইতে হাজির হাট পযর্ন্ত এলজিইডি পাকা রাস্তা ১১ কিলোমিটার, গংগাচড়া হইতে বেতগাড়ী পর্যন্ত পাকা রাস্তা ৭ কিলোমিটার,
গংগাচগা ডিগ্রি কলেজ হইতে বিড়া বাড়ি পর্যন্ত পাকা রাস্তা ৬ কিলোমিটার এবং চলাচলের উপযোগী ৫২টি কাচা রাস্তা রহিয়াছে।
বড়বিল ইউনিয়নের মোট আয়তন=৮,৫৮৩
১৩.৩৪ বর্গ মাইল
৩,৪৫৭ কিঃ মিঃ
নীট ফসলাধীন জমির পরিমান ৬,২৪১ একর
এক ফসলাধীন জমির পরিমান ৯৫৯ একর
দুই ফসলাধীন জমির পরিমান ৩৯৪১ একর
তিন ফসলাধীন জমির পরিমান ২৩৪১ একরৱ
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস