৪
বড়বিল মন্থনা বাজার হইতে পশ্চিম দিকে যাওয়ার রাস্তার পাশে মসজিদটি অবস্থিত।
0
বড়বিল কলি ও দলি আমিন পাকা জামে মসজিদ
১৮৪১ সালে কলি ও দলি নামক দুই ভাই মসজিদটি নির্মাণ করেন। মসজিদের সামনে রয়েছে তিনটি বড় গম্বুজ। এছাড়া আজান দেয়ার জন্য রয়েছে একটি চুড়া আকৃতির গম্বুজ এবং বড় গম্বুজগুলোর মাঝখানে রয়েছে চারটি ছোট গম্বুজ। অসাধরন কারুকার্যে নির্মিত এ মসজিদটি ২০১১ সালে পুণঃনির্মাণ করা হলেও এর সামনে গম্বুজের অংশটি আগের মতই রয়েছে ।
মসজিদ নির্মাণে ১৩ জন লোক কাজ করলেও খাওয়ার সময় ও মজুরী দেওয়ার সময় ১২ জন লোক পাওয়া যেত।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস